ট্রাম্পের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকির কড়া জবাব চীনের

৪ সপ্তাহ আগে
আমেরিকা বিরোধী নীতির সাথে যোগ দেয়া দেশগুলোর বিরুদ্ধে, অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীন বলেছে, ব্রিকস গোষ্ঠী সংঘাত চায় না।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘শুল্ক আরোপের বিষয়ে, চীন বারবার তার অবস্থান জানিয়েছে যে, বাণিজ্য ও শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হয় না এবং প্রটেকশনালিজম (সুরক্ষাবাদ) কোনো অগ্রগতির পথ দেখায় না।’

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীন রাজনৈতিক বলপ্রয়োগের মাধ্যমে শুল্ক ব্যবহারের তীব্র বিরোধিতা করেছে। নিং একটি নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘শুল্কের ব্যবহার কারও উপকারে আসে না।’

 

আরও পড়ুন:ব্রিকসের ‘আমেরিকাবিরোধী নীতি’ মানলেই অতিরিক্ত শুল্ক, হুঁশিয়ারি ট্রাম্পের

 

‘আমেরিকা-বিরোধী’ ব্রিকস নীতি গ্রহণকারী দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের সতর্ক করার পর এই বিবৃতি দিল বেইজিং।

 

রোববার ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস ২০২৫ শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প এই সর্বশেষ হুমকি দেন। যেখানে সদস্য দেশগুলো ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন-ইসরাইলের হামলাকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে।

 

এটি পশ্চিমা সামরিক পদক্ষেপের উপর ব্রিকসের সবচেয়ে জোরালো যৌথ নিন্দাগুলোর মধ্যে একটি।

 

এছাড়া যৌথ ঘোষণাপত্রে নির্বিচারে শুল্ক বৃদ্ধির এর সমালোচনা করা হয়েছে। গোষ্ঠীটি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেনি, তবে তারা বলেছে যে, এই ধরনের পদক্ষেপ বিশ্ব বাণিজ্যকে বিপন্ন করতে পারে এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলকে অস্থিতিশীল করতে পারে।

 

এই নিন্দা ট্রাম্পের সর্বশেষ শুল্ক হুমকির সরাসরি সূত্রপাত করেছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। কারণ তিনি ব্রিকসকে আমেরিকান স্বার্থ ক্ষুণ্ন করে এমন নীতি গ্রহণের অভিযোগ করেছেন। ট্রাম্প বলেছেন যে এই ধরনের প্রস্তাব সমর্থনকারী দেশগুলোকে অর্থনৈতিক পরিণতির জন্য প্রস্তুত থাকা উচিত।

 

আরও পড়ুন:ট্রাম্পের শুল্কনীতি: ৮ হাজার ২৩০ কোটি ডলার ক্ষতির শঙ্কা


এদিকে, ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস ২০২৫ শীর্ষ সম্মেলনে, ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে গঠিত ১০ সদস্যের ব্লকটি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে মার্কিন-ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করে। 

]]>
সম্পূর্ণ পড়ুন