আদালতের রায়ে বলা হয়, ৫৯ বছর বয়সি রায়ান রুথ ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে আনা আরও চারটি অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে একজন ফেডারেল এজেন্টকে বাধাদান ও অস্ত্র সংক্রান্ত অপরাধ।
আগামী ১৮ ডিসেম্বর রুথের সাজা ঘোষণা করা হবে। এতে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে রুথকে দোষী সাব্যস্ত করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আইন প্রয়োগকারী সংস্থা এবং একজন সাক্ষীকে ধন্যবাদ জানান ট্রাম্প। বলেন, ওই সাক্ষীর তথ্যের ভিত্তিতে রুথকে গ্রেফতার করা সম্ভব হয়েছিল।
আরও পড়ুন: জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে যা বললেন বিশ্বনেতারা
গত বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের মার-এ-লাগোর বিচ রিসোর্ট থেকে প্রায় ১৫ মিনিট দূরে অবস্থিত ইন্টারন্যাশনাল গলফ কোর্টে খেলছিলেন ট্রাম্প। তখনই তাকে লক্ষ্য গুলি চালানো হয়। গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে যায়।
একটি ঝোপের আড়াল থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রায়ান। তবে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সিক্রেট সার্ভিসের সদস্যরা।
]]>