হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কেলি জানান, বুধবার (১৮ জুন) এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ট্রাম্প পাক সেনাপ্রধান মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তবে ওই বৈঠকের আগেই মার্কিন প্রেসিডেন্টকে নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জানান আসিম মুনির।
এ বিষয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন লিখেছে, ‘আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান কোনো সেনাপ্রধান, যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করলেন। এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোনো সেনাপ্রধানকেই এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি।’
আরও পড়ুন: পাকিস্তান ইরান থেকে খুব বেশি দূরে নয়, হুমকি সাবেক ইসরাইলি মন্ত্রীর
বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি ওনার (পাকিস্তানের সেনাপ্রধান)) সঙ্গে একমত। আমি তাকে এখানে ডেকেছিলাম, কারণ আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম; তিনি যুদ্ধের পথে না গিয়ে যা করেছেন তার জন্য। আমি ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানাতে চাই, যিনি কয়েকদিন আগে এখানেই ছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমি একটা যুদ্ধ থামিয়েছি... আমি পাকিস্তানকে ভালোবাসি। আমার মনে হয় মোদি একজন অসাধারণ মানুষ। গত রাতে আমি তার সাথে কথা বলেছি। আমরা মোদির সাথে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। কিন্তু আমি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি।’
]]>