মার্কিন প্রশাসন থেকে পদত্যাগের পরপরই ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা শুরু করেন ইলন মাস্ক। গত মঙ্গলবার (৩ জুন) বিলটিকে জঘন্য উল্লেখ করে তা বাতিলেও আহ্বান জানান। মাস্কের মতে, এ বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে।
বৃহস্পতিবার (৫ জুন) ওভাল অফিসে মাস্কের ওই মন্তব্যের জবাব দেন ট্রাম্প। বলেন, ইলোনের এমন কথায় হতাশ তিনি। এর ফলে তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাস্ককে বাতিকগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প।
আরও পড়ুন: আমি মাদক সেবন করছি না: ইলন মাস্ক
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, বাজেটে হাজার কোটি ডলার সাশ্রয়ের সহজ উপায় হলো ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা।
রয়টার্স বলছে, ট্রাম্পের এমন হুমকির পরপরই শেয়ারবাজারে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি টেসলার দরপতন হতে শুরু করে। কয়েক ঘণ্টার ব্যবধানে শেয়ার দর নেমে যায় ১৪ দশমিক ৩ শতাংশ। এর পরপরই পাল্টা মন্তব্য করেন মাস্ক। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ট্রাম্পের অবশ্যই অভিশংসিত হওয়া উচিত। তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন বলেও উল্লেখ করেন মাস্ক।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ফলে অভিশংসিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এক সময়ের দুই বন্ধুর এমন দ্বন্দ্ব মার্কিন রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
]]>