ট্রাম্প ক্ষমতা নেবার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া রপ্তানিকারকদের  সর্বোচ্চ আর্থিক সাহায্য দেবে

৬ দিন আগে
যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে বদলের ফলে কোনও নেতিবাচক প্রভাবকে প্রশমিত করতে রপ্তানিকারকদের জন্য সোমবার রেকর্ড পরিমাণ আর্থিক সাহায্যের অঙ্গীকার করেছে দক্ষিণ কোরিয়া; কেননা ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন।   সে দেশের অর্থমন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, চলতি বছরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ও প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি সংস্থাগুলিকে ৩৬০ ট্রিলিয়ন ইউয়ান বা ২৪৭.৭৪ বিলিয়ন ডলার ‘পলিসি ফিনান্স’ হিসেবে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।   এই মন্ত্রণালয় বলেছে, “যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসনের আমলে বাহ্যিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে এবং রপ্তানির উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।” মন্ত্রণালয় আরও বলেছে, তারা বৈদেশিক মুদ্রার ভঙ্গুরতা থেকে রক্ষা করতে বীমা সহায়তাকে চলতি বছরে ৯৬৬ মিলিয়ন ডলারে নিয়ে যাবে যা গত বছরে ছিল ৮২৭ মিলিয়ন ডলার; এবং বাণিজ্য মেলা ও প্রতিনিধি দল প্রেরণের মতো সরকারি প্রকল্পগুলিতে ২ বিলিয়ন ডলার ব্যয় করা হবে যা গত বছর ছিল ১.৪৫ বিলিয়ন ডলার। এই মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নীতিতে যে সব ক্ষেত্র বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলি হল, সেমিকন্ডাক্টর ও রিচার্জযোগ্য ব্যাটারি; অন্য দিকে, প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি ও জাহাজ নির্মাণকারী ক্ষেত্রগুলিকে সম্ভাবনাপূর্ণ মনে করা হচ্ছে কারণ এগুলি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অবকাশ রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ  নিয়েছেন ডনাল্ড ট্রাম্প। তিনি মেক্সিকো, কানাডা ও চীনের মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের উপর কঠোর শুল্ক আরোপ করার অঙ্গীকার করেছেন; এর ফলে ওই দেশগুলিতে দক্ষিণ কোরিয়ার যে সব সংস্থা রয়েছে সেগুলি প্রভাবিত  হবে বলে আশঙ্কা করা  হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক নীতি আরোপ করতে পারে, সেই উদ্বেগ রয়েছে; উল্লেখ্য, এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করে ৫৫.৭ বিলিয়ন ডলার অতিরিক্ত (সর্বোচ্চ রেকর্ড) উপার্জন করেছে যা ২০২৩ সালের তুলনায় ২৫.৪ শতাংশ বেশি।
সম্পূর্ণ পড়ুন