ট্রাম্প আসার আগেই বিপাকে ইউক্রেন, আগ্রাসী রাশিয়া

৩ সপ্তাহ আগে
ট্রাম্প প্রশাসন মার্কিন মসনদে বসার আগেই বেকায়দায় পড়েছে ইউক্রেন। রাশিয়ার হামলার মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে দেশটি। পূর্বাঞ্চলে রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের কয়েকটি শহর দখল করে নেয়ায় বিপাকে পড়েছে জেলেনস্কি প্রশাসন।

আর কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে তিনি কী ব্যবস্থা নেন, তা নিয়ে চিন্তায় আছে কিয়েভ। পাশাপাশি, মার্কিন সহায়তা আগামীতে কতটা মিলবে তা নিয়েও শঙ্কা আছে প্রেসিডেন্ট জেলেনস্কির।

 

সব মিলিয়ে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগেই অনেকটা বেকায়দায় পড়েছে ইউক্রেন। রাশিয়ার আক্রমণের মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারাচ্ছে দেশটি। পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলের বেশ কিছু শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী। 

 

আরও পড়ুন: পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করবেন ট্রাম্প

 

ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও, তার সম্ভাব্য প্রশাসন বলছে, আলোচনা শুরু করতে লাগবে বেশ কিছুটা সময়।

 

যুদ্ধের সমাপ্তি ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার দাবি কিয়েভের। তবে রাশিয়া যেহেতু এখনও দোনেৎস্কসহ চারটি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়, ইউক্রেনের জন্য তা মেনে নেয়া কঠিন। অন্যদিকে, লক্ষ্য পূরণ ছাড়া আপাতত কোনো ধরনের সমঝোতায় রাজি নয় মস্কো। 

 

আরও পড়ুন: নিজেদের যুদ্ধবন্দিদের বিনিময়ে উত্তর কোরিয়ার সেনা ফেরত পাঠাতে রাজি ইউক্রেন

 

ক্ষমতা গ্রহণের পর দু’পক্ষকে নিয়ে ট্রাম্প শান্তি আলোচনা শুরুর ইচ্ছা প্রকাশ করলেও রিপাবলিকান দলের প্রতিনিধি সাবেক জেনারেল কিথ কেলগগ আশা করছেন, ১০০ দিনের মধ্যে একটি ‘স্থিতিশীল সমাধান’ পাওয়া যাবে। আর এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, তারা যুদ্ধের শর্তে কোনো আপস করবেন না এবং দেশের জন্য স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে উদগ্রীব।

]]>
সম্পূর্ণ পড়ুন