ট্রাকভর্তি নথি জমা দিয়েও ইসির শর্ত পূরণ হলো না এনসিপির

৪ সপ্তাহ আগে
নির্বাচন কমিশনের (ইসি) ট্রাকভর্তি করে এনে নথি জমা দিয়েও নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ২২ জুন ট্রাকে করে নিবন্ধনের জন্য দলটি ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার নথি এনে ইসিতে জমা দিয়েছিল।

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে না পারা এনসিপিসহ অন্য দলগুলোকে ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২ দলকে চিঠি দেয়া হবে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেয়া হবে। এক্ষেত্রে যেসব ত্রুটি-বিচ্যুতি আছে ১৫ দিনের মধ্যে পূরণ করতে হবে।

 

তবে নিবন্ধনের আবেদন জমা দেয়ার দিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বলেছিলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যেসব শর্ত পূরণ করতে হয়, তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে এসে ইসিতে জমা দিয়েছি। আমাদের প্রতিনিধিদল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দিয়েছে।

 

তিনি আরও জানিয়েছিলেন, ১০৫টি উপজেলা এবং ২৫টি জেলা কমিটির তথ্যসহ প্রয়োজনীয় সব ধরনের নথি ইসিতে জমা দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: নিবন্ধন / ইসির প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ ১৪৪ দল ফেল 

 

এ সময় তার সঙ্গে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

 

নিবন্ধনের ক্ষেত্রে ইসির শর্ত

 

১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।

২. কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।
৩. সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে।
৪. দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতির বিবরণী জমা দিতে হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন