রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের নন্দীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ভালুকা থেকে পাঁচ যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি গফরগাঁও যাচ্ছিলো।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়কে প্রাণ গেল মা-মেয়ের
অপরদিকে গফরগাঁও থেকে ভালুকাগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা অটোরিকশা চালক আলমগীরের মরদেহ উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
]]>