ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

৬ দিন আগে
যশোরের মণিরামপুরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নাজিম উদ্দিন (২৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেহালপুর বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।


নিহত নাজিম উদ্দিন খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রামের ইরশাদ আলী শেখের ছেলে।


মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, নাজিম উদ্দিন উপজেলার মাছনা মাদ্রাসার শিক্ষক। আজ সন্ধ্যার দিকে নিজের মোটরসাইকেলে নেহালপুর বাজারের যান। এ সময় বাজারের অদূরে তার মোটরসাইকেলে সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: কারওয়ান বাজারে কার্ভাডভ্যান চাপায় নর্দান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত


তিনি আরও জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন