ট্রলার মালিকপক্ষের হামলায় জেলের মৃত্যু, পলাতক আসামি শুকুর খান গ্রেফতার

৩ সপ্তাহ আগে
পটুয়াখালীর কলাপাড়ায় জেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি শুকুর খানকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতার শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

 

আরও পড়ুন: কোচিং থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশু ফাতেমার

 

র‍্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কলাপাড়ার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন একটি ট্রলারে পৌঁছাতে দেরি হয় তিন জেলের। এ সময় মালিকপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন জেলে হেলাল হাওলাদার (২৪)। পরে তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ট্রলার মালিক মন্টু ফরাজীসহ কয়েকজনকে আসামি করা হয়। কয়েকদিন পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ অভিযানে গ্রেফতার করে র‍্যাব। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।\

 

স্থানীয় জেলেরা অভিযোগ করেন, প্রতিনিয়ত মালিকপক্ষের অমানবিক নির্যাতনের শিকার হন শ্রমিকরা। তবে এবারের ঘটনায় একজন জেলের মৃত্যু এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন