ট্যাগিং-বুলিংয়ের শিকার হচ্ছেন শিবির প্যানেলের নারী প্রার্থীরা: সিবগাতুল্লাহ

৩ সপ্তাহ আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালে কতিপয় শিক্ষক চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

শিবির সমর্থিত প্যানেলের নারী প্রার্থীদের ট্যাগিং ও বুলিংয়ের মাধ্যমে মানষিক চাপে ফেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

 

বুধবার (সেপ্টেম্বর) ছাত্রদলের আপত্তিকর স্লোগানের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব বলেন।

 

সিবগাতুল্লাহ বলেন, যে দলেরই হোক, কোনো নারীকে ট্যাগিং ও বুলিংয়ের অধিকার কারো নেই। আদালতকে প্রভাবিত করতে হাইকোর্টের সামনে কর্মসূচি দিয়েছে ছাত্রদল। এ সময় যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।



পরে মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে বাইতুল মোকাররম উত্তর গেটে এসে শেষ।

 

আরও পড়ুন: ১৯৭৩ এর মতো ডাকসুকে বানচালের ষড়যন্ত্র চলছে: ভিপিপ্রার্থী কাদের
 

]]>
সম্পূর্ণ পড়ুন