টেস্টে গেইলের ছক্কার রেকর্ডে ভাগ বসালেন সাউদি

৪ সপ্তাহ আগে
টেস্ট ক্রিকেটে সচরাচর ছক্কার দেখা মেলে না। তবে এমন কিছু ব্যাটার আছেন, যারা কোনো ফরম্যাটের বাছবিচার করেন না। যে কোনো সংস্করণেই ছক্কা হাঁকাতে ভালোবাসেন। কিন্তু সে তালিকায় একজন বোলারের জায়গা করে নেয়াটা যে কাউকেই অবাক করবে।

নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান হ্যামিল্টন টেস্টে ১০ বলে ২৩ রানের ইনিংস খেলার পথে ৩টি ছক্কা হাঁকিয়েছেন। তাতে ১০৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারের ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯৮’তে।

 

আর তাতে তিনি ভাগ বসিয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের রেকর্ডে। ১০৭ টেস্টে ৯৮টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।

 

আরও পড়ুন: চোট থেকে ফিরেই শান্ত’র ঝোড়ো ইনিংস

 

৩৬ বছর বয়সি পেসার সাউদি খেলছেন ক্যারিয়ারের শেষ টেস্ট। আরও একটি ইনিংসে ব্যাট করার সুযোগ পাবেন তিনি। ওই ইনিংসে ২টি ছক্কা হাঁকাতে পারলে টেস্ট ইতিহাসে যৌথভাবে ‍তৃতীয় সর্বোচ্চ ছক্কার মালিক হবেন তিনি।

 

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাঁকিয়ে তালিকার উপরে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ১১০টি ম্যাচে ১৩৩টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের অধিনায়ক। দ্বিতীয় স্থানে থাকা ব্রেন্ডন ম্যাকালাম ১০১টি টেস্টে ১০৭টি ছক্কা মেরেছেন। তিন নম্বরে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬টি টেস্টে ১০০টি ছক্কা মেরেছেন তিনি।

 

আরও পড়ুন: এনসিএলে টানা দ্বিতীয় জয় তামিমের চট্টগ্রামের

 

অবাক করা বিষয় হচ্ছে, টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর এ তালিকায় প্রথম ১২ জনের মধ্যে একমাত্র বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন সাউদি। তাও কি না যৌথভাবে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন