২০১৫ সালে সবশেষ অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। আর অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশরা অ্যাশেজ জিতেছিল ২০১১ সালে। এবারের অ্যাশেজের প্রথম দু্ই ম্যাচে বিধ্বস্ত হয়েছে বাজবল বাহিনী, পার্থ ও ব্রিসবেনে দুই টেস্টেই ইংলিশদের হার ৮ উইকেটে।
শনিবার (২০ ডিসেম্বর) অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নেন কামিন্স। দ্বিতীয়টি ছিল ওলি পোপের। এই উইকেটের মাধ্যমে টেস্টে অধিনায়ক হিসেবে ১৫০ উইকেট পূর্ণ হয় তার। পোপকে সাজঘরে পাঠানোর আগে বেন ডাকেট ও পরে জো রুটকে বিদায় করেন তিনি।
আরও পড়ুন: বিদ্রোহী ৮ ক্লাবকে বাদ দিয়ে সূচি ঘোষণা বিসিবির
অধিনায়কের ভূমিকায় খেলা ৩৮ টেস্টে ডানহাতি পেসার কামিন্সের উইকেট এখন ১৫১টি। তার বোলিং গড় ২২.৩৮। তিনি নয়বার ইনিংসে ৫ উইকেট ও একবার ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন। আর সাবেক অলরাউন্ডার ইমরান খান ৪৮ টেস্টে ১৮৭ উইকেট পেয়েছেন ২০.২৬ গড়ে।
অধিনায়ক হিসেবে টেস্টে উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিচি বেনাউড। ২৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৩৮টি।
আরও পড়ুন: গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল
এই তালিকায় চতুর্থ স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের গারফিল্ড সোবার্স। ৩৯ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১১৭টি। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির উইকেট ৩২ ম্যাচে ১১৬টি। আর ষষ্ঠ স্থানে থাকা ভারতের কপিল দেবের উইকেট সংখ্যা ৩৪ ম্যাচে ১১১টি।
সপ্তম স্থানে আছেন আরেক পাকিস্তানি ওয়াসিম আকরাম। অধিনায়ক হিসেবে টেস্টে তিনি উইকেট নিয়েছেন ১০৭টি। এছাড়া অধিনায়ক হিসেবে টেস্টে যথাক্রমে ভারতের বেদির ১০৬টি, দক্ষিণ আফ্রিকার শন পলকের ১০৩টি ও ওয়েস্ট ইন্ডিজের হোল্ডারের উইকেট সংখ্যা ১০০টি।
]]>
৩ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·