টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী উদ্‌যাপন করল বিসিবি

২ সপ্তাহ আগে
আজ থেকে যা ২৫ বছর আগের কথা। ২০০০ সালের ২৬ জুনে মিলেছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী উদ্‌যাপন করল বিসিবি। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উত্তর প্লাজায় বর্ণাঢ্য আয়োজনে সম্মাননা জানানো হয় ক্রিকেট হিরোদের।

রজতজয়ন্তী উপলক্ষে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের বিশেষ স্মারক ব্লেজার পরিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এমন উদ্‌যাপনে আনন্দে উদ্বেলিত সাবেক ক্রিকেটাররা। প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন সবাই। ২৫ বছরে দেশের ক্রিকেট নিয়ে আক্ষেপ থাকলেও এখনই স্বপ্ন থেকে বিমুখ হতে নারাজ রফিক-সুমন-বিদ্যুতরা।


আরও পড়ুন: টেস্টে বাংলাদেশিদের মধ্যে লিটন এখন সর্বোচ্চ ডিসমিসালের মালিক


দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তির একটি জায়গা টেস্ট স্ট্যাটাস। লর্ডস থেকে এসেছিল সেই সুসংবাদ। বিসিবির দায়িত্ব নিয়ে সেই মাহেন্দ্রক্ষণ উদ্‌যাপন করলেন আমিনুল ইসলাম, যিনি আবার বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ঘুরে অবশেষে উৎসবের পরিসমাপ্তি মিরপুরের হোম অফ ক্রিকেটে।


আরও পড়ুন: বড় লিডের বার্তা দিয়ে দিন শেষ করল শ্রীলঙ্কা


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বছরই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা ক্রিকেটাররা। এছাড়াও ছিলেন সে দলের কোচ এবং ম্যানেজার। প্রেসিডেন্ট এর স্বাগত বক্তব্যের পর একে একে মঞ্চে ডেকে নেয়া হয় সেই হিরোদের। তারা অটোগ্রাফ দেন মঞ্চে রাখা এক বিশেষ জার্সিতে আর শোনান নিজেদের ২৫ বছর পুরনো গল্প।

]]>
সম্পূর্ণ পড়ুন