টেস্ট শুরুর আগেই একাদশ প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া

২ সপ্তাহ আগে
ব্রিজটাউনে বুধবার (২৫ জুন) থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। তার আগে মঙ্গলবার (২৪ জুন) একাদশ প্রকাশ করেছে দুই দলই।

ম্যাচের আগেই একাদশ প্রকাশ করার ঐতিহ্য অনেক আগে থেকেই রয়েছে অস্ট্রেলিয়ার। এবার ব্রিজটাউন টেস্টের একদিন আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও একাদশ প্রকাশ করেছে। দুই দলই তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামছে। তবে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার একাদশে নেই স্টিভেন স্মিথ। তার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ।


বাজে ফর্মের কারণে অস্ট্রেলিয়ার দলে জায়গা হারিয়েছেন লাবুশেন। তার পজিশনে এবার দেখা যাবে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। উসমান খাজার সঙ্গে ওপেন করবেন তরুণ স্যাম কনস্টাস।


আরও পড়ুন: এক দিনেই সাড়ে তিনশ রান তুললো ইংল্যান্ড, ভারতকে হারালো ৫ উইকেটে  

 


এদিকে ওয়েস্ট ইন্ডিজ তিন নিয়মিত পেসার ও এক অভিজ্ঞ স্পিনার নিয়ে মাঠ নামছে। এছাড়াও, অতিরিক্ত বোলার হিসেবে একাদশে রয়েছেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দিচ্ছেন রোস্টন চেজ।


ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রিয়াগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি,​ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ (অধিনায়ক), শাই হোপ (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ, শামার জোসেফ ও জেডেন সিলস।


অস্ট্রেলিয়া একাদশ

উসমান খাজা, স্যাম কনস্টাস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড। 

]]>
সম্পূর্ণ পড়ুন