টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া

৪ দিন আগে
আগামী ১১ জুন লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালের প্রায় এক মাস আগেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা অস্ট্রেলিয়ার এই দল আগামী মাসে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে। যা শুরু হবে ২৫ জুন কেনসিংটন ওভালে। 


১৫ সদস্যের অস্ট্রেলিয়ার দলকে নেতৃত্ব দিবেন দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। শেষবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। 


এদিকে ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন ২৫ বছর বয়সি এই ক্রিকেটার। আর বর্ডার-গাভাস্কার ট্রফিতে ওপেনিংয়ে চমক দেখানো অজি ব্যাটসম্যান স্যাম কনস্টাসও ফাইনালের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।


আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য এক নক্ষত্র বিরাট কোহলি
 

 


স্কোয়াডে জায়গা হয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফিতে টেস্টে অভিষেক হওয়া বিউ ওয়েবস্টারেরও। তবে ধারাবাহিক বাজে পারফরমেন্সের কারণে ফাইনালে স্কোয়াডে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। বর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে ফর্মের কারণেই তাকে বাদ দিয়ে অভিষেক করানো হয়েছিল ওয়েবস্টারকে। এবার সেই ওয়েবস্টার জায়গা করে নিলেন ফাইনালের স্কোয়াডেও।


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন নিয়মিত সকলেই। হেড, খাজা, স্মিথরা ব্যাটিংয়ে আর কামিন্স, স্টার্ক, বোলান্ড, লায়নরা নেতৃত্ব দেবেন বোলিংয়ে। 


অস্ট্রেলিয়ার স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, নাথান লায়ন, বিউ ওয়েবস্টার।

]]>
সম্পূর্ণ পড়ুন