টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে আবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান

১ সপ্তাহে আগে
এই বছরের শুরুর দিকে আফগানিস্তান ক্রিকেট দল জিম্বাবুয়েতেই ছিল। ডিসেম্বরে যাওয়া সফরে ৩টি টি-২০, সমানসংখ্যক ওয়ানডে ও ২টি টেস্ট খেলে। ১০ মাসের ব্যবধানে আবার জিম্বুয়েতে সফরে যাচ্ছে তারা।

অক্টোবরের এবারের সফরে অনুষ্ঠিত হবে একটি টেস্ট ও ৩টি টি-২০। বুধবার (১ অক্টোবর) জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। এবারের টেস্টটি হবে ২০১৮ সালে স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের ১১তম ম্যাচ। তারা এখন পর্যন্ত ভারত, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে।


জিম্বাবুয়ে বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আফগানিস্তানকে আবার স্বাগত জানানোর সুযোগ পেয়ে খুশি। এবার একটি টেস্ট, পরে ৩টি টি-২০। দুই দেশের ম্যাচগুলো প্রতিযোগিতা এবং বিনোদনমূলক হয়ে উঠেছে। আমরা নিশ্চিত যে আসন্ন এই সফরটি আমাদের ভক্তদের জন্য একই রকম আরও কিছু উপহার দেবে।’


আরও পড়ুন: লামিচানেকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল নেপাল


সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে, এরপর তিন টি-২০। টেস্টটি মাঠে গড়াবে ২০ অক্টোবর। টি-২০ ম্যাচগুলো যথাক্রমে ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর।


১০ মাস আগের তিন ফরম্যাটের সিরিজের সব কটিই আফগানিস্তান জিতেছিল; টি-২০ সিরিজটি ২-১, ওয়ানডে সিরিজটি ২-০ ও টেস্ট সিরিজটি ১-০ ব্যবধোনে।

]]>
সম্পূর্ণ পড়ুন