টেন হ্যাগের জায়গায় ডেনিশ কোচ হিউলমান্দকে নিয়োগ দিল লেভারকুসেন

৩ সপ্তাহ আগে
বেয়ার লেভারকুসের দায়িত্ব নেয়ার মাত্র ৬২ দিনের মধ্যে চাকরি হারান ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হ্যাগ। এই ৬২ দিনে তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে লেভারকুসেন। যেখানে একটি করে হার, ড্র ও জয়ের দেখা পায় ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমে বাজে শুরুর পর লেভারকুসেন ছাঁটাই করে টেন হ্যাগকে। তার জায়গায় সোমবার (৮ সেপ্টেম্বর) জার্মান ক্লাবটি নিয়োগ দেয় ডেনিশ কোচ ক্যাসপার হিউলমান্দকে।

২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন লেভারকুসেন গত মৌসুমেও শিরোপার লড়াইয়ে বায়ার্নকে ভালো টেক্কা দিয়েছে। দ্বিতীয় হয়ে লিগ শেষ করে ক্লাবটি। তবে গেল মৌসুম শেষ হওয়ার পর লেভারকুসেনের দায়িত্ব ছাড়েন জাবি আলোনসো। তার পাশাপাশি ক্লাবের বেশকিছু খেলোয়াড় পারি জমায় অন্য ক্লাব। আলোনসোর জায়গায় তখন লেভারকুসেনের দায়িত্ব দেয়া হয় এরিক টেন হ্যাগকে।


ম্যানচেস্টার ইউনাইটেডের আগে টেন হ্যাগ আয়াক্সের হয়ে দারুণ সফল ছিলেন। ক্লাবটিকে লিগ শিরোপা জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও নিয়ে যান। তবে ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যর্থ টেন হ্যাগ জার্মানিতেও সফল হতে পারলেন না।


আরও পড়ুন: ৬২ দিন আর ৩ ম্যাচেই লেভারকুসেনের চাকরি হারালেন টেন হ্যাগ 
 

🤝 Kasper Hjulmand unterschreibt als neuer Cheftrainer bei Bayer 04.

Herzlich Willkommen in Leverkusen, Coach! ⚫️🔴 pic.twitter.com/wBHMnIsQ34

— Bayer 04 Leverkusen (@bayer04fussball) September 8, 2025



এদিকে হিউলমান্দকে দায়িত্ব দেয়ার পর লেভারকুসেনের ব্যবস্থাপনা পরিচালক সাইমন রোলফেস এক বিবৃতিতে বলেন, ‘আমরা ক্যাসপার হিউলমান্দকে নিয়ে আসতে পেরে আনন্দিত, তার কাজ আমরা দীর্ঘদিন ধরেই ভালোভাবে অনুসরণ করছি।’


ডেনিশ কোচ হিউলমান্দ এর আগেও জার্মানিতে কাজ করেছেন। সর্বশেষ ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাইনৎসের কোচ ছিলেন হিউলমান্দ। সে বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি ছাঁটাই হন। লেভারকুসেনের দায়িত্ব নেয়ার আগে ২০২০-২৪ পর্যন্ত ডেনমার্কের জাতীয় দলের প্রধান কোচও ছিলেন হিউলমান্দ।  

]]>
সম্পূর্ণ পড়ুন