সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবসে ঘটে যাওয়া এই ট্র্যাজেডিকে ‘মর্মান্তিক’ ও ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।
বন্যায় ওই অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, রাত থেকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন টেক্সাসের কর্মকর্তারা নিখোঁজদের সংখ্যা নিশ্চিত করতে পারেননি।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বিগ বিউটিফুল বিলকে আইনে পরিণত করলেন ট্রাম্প
তিনি আরও বলেন, ভারি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে। এতে বহু সম্পত্তি ধ্বংস হয়েছে এবং প্রাণহানি ঘটেছে।
টেক্সাসের গভর্নর জানান, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার অংশ নিয়েছে। সেই সঙ্গে এতে জরুরি সেবার শত শত কর্মী কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদফতর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি.) উত্তর-পশ্চিমে অবস্থিত এ এলাকায় বজ্রসহ ভারি বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: টেক্সাসে ভয়াবহ বন্যায় ১৩ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা আছে। বৃহস্পতিবার রাত থেকে হওয়া বৃষ্টির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহাওয়া বিভাগ মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে ভারি বৃষ্টিপাতেরও শঙ্কার কথা জানানো হয়েছে। এছাড়া দক্ষিণ মধ্যাঞ্চলীয় টেক্সাসে বন্যার সতর্কতা দেয়া হয়েছে।
]]>