টেকনাফে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

২ দিন আগে
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। কারেন্ট জালগুলোর যাহার বাজারমূল্য ছিল ৩ লাখ টাকা।

মৎস্য বিভাগ জানায়, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও  সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে।


এদিকে রোববার (১৮ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলীয় এলাকার বিভিন্ন মাছ ঘাটে যৌথ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: বাউফলে ২ লক্ষাধিক টাকার জাল পুড়িয়ে ধ্বংস

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।


অভিযানে উপস্থিত ছিলেন- সাবরাং কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ মুজিবুল হক, টেকনাফ কোস্টগার্ডের  কন্টিনজেন্ট কমান্ডার শাহা আলম  ও নৌ পুলিশের উপ পরিদর্শক (এস আই) নুরুল ইসলাম।


উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে সাগর উপকূলীয় এলাকায় মাছ শিকার থেকে বিরত থাকার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিধি-নিষেধ অমান্যকারীদের জেল জরিমানার বিধান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন