টেকনাফে দুই কৃষকসহ তিনজনকে অপহরণ

৩ সপ্তাহ আগে
কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাশের কৃষি জমিতে কাজ করার সময় দুই কৃষকসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে টেকনাফ বাহার ছড়ার চৌকিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 

অপহৃতরা হলেন, টেকনাফ বাহার ছাড়া ইউপির উত্তর শীলখালী পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), একই এলাকার কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে হন্যায়া (১৪)।

আরও পড়ুন: বিকাশকর্মীকে অপহরণ, ভুয়া পুলিশকে ধরল জনতা

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘অপহরণের বিষয়টি শুনেছি। পুলিশ টিম পাঠানো হয়েছে। অনুসন্ধানে তারা কাজ করছে।’
 

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্য অধিকাংশ মুক্তিপণ দিয়ে ফিরেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন