টিম আমার বাপ-দাদার সম্পত্তি না: সালাউদ্দিন

৪ সপ্তাহ আগে
ডেভিড হেম্পের বিদায়ের পর জাতীয় দলের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার অধীনে অবশ্য টাইগারদের ব্যাটিং পারফরম্যান্স খুব একটা ভালো হচ্ছে না। প্রায় প্রতি ম্যাচেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। যার প্রভাব পড়ছে ম্যাচের ফলে। স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছেন সালাউদ্দিন।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে সমালোচনা ক্রমেই জোরাল হচ্ছে। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে তার ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয়েছে, দেশের এই সিনিয়র কোচকে নিয়ে দল সংশ্লিষ্ট অনেকেরই অভিযোগ আছে। এবার এই বিষয়ে মুখ খুললেন এই কোচ। ক্ষুব্ধ  সালাউদ্দিন বললেন প্রমাণ দেখাতে, অন্যথায় মিথ্যা অভিযোগ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'দেখুন আমি কোচ। আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও আন্ডার থার্টিনে গিয়ে কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। সো এটা নিয়ে আমার কখনোই, এটা নিয়ে আমার কখনোই ইগো সমস্যাও নাই, আমার কোনো কিছু সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না।'


আরও পড়ুন: অভিজ্ঞতা না থাকলেও অধিনায়কত্ব করতে পারবেন, দাবি তাইজুলের


দল ভালো না করলে সমালোচনাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন জাতীয় দলের এই সিনিয়র কোচ,  'দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপ দাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে ভালো, পারফর্ম যদি ভালো না করি, এখানে সমালোচনা হবেই। এটা, এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহবা দিবে। বাট আমি কি টিমের জন্য আমার ১০০% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় সৎ কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়।'


তিনি আরও বলেন, 'আজ ২৭-২৮ বছর কাজ করার পর যদি কেউ বলে, দলে অনেক অভিযোগ। অভিযোগ লিখে দিলে ভালো হতো। পাবলিকলি বলে দিলে হবে না, প্রমাণ দিতে হবে। তখন আমি ভুল করলে শুধরাব। আমি জানি আমি কী, নিজের জায়গায় শতভাগ সৎ কি না। আমি ভালো কোচ না-ও হতে পারি। ভালো না হলে বোর্ড সরিয়ে দিবে। জাস্টিফাই না করে লিখে দেওয়া ঠিক না। আপনি কি জানেন লোকটা সৎ কি সৎ না? সেটা জেনে লেখা উচিৎ।'


আরও পড়ুন: ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়া টেস্টে কেনো অস্বস্তিতে ছিলেন স্টার্ক?


মানসিক দৃঢ়তার কারণে চারদিকের নেতিবাচক খবর সত্বেও নিজের কাজ করে যেতে পারছেন বলে জানান এই কোচ। তবে এ ধরণের খবর বাকিদের জন্য হিতকর না–ও হতে পারে বলে মন্তব্য করেন তিনি, 'আমি মানসিকভাবে অনেক শক্ত আছি। অনেক দুর্বল মানুষ পড়ে যেতে পারে। আমার এমন না এখানে চাকরি করতেই হবে। আমার অনেক কিছু করার আছে। এখানে আমি নিজের ইচ্ছায়ও আসিনি যে আমি চেয়েছি আমাকে চাকরি দেন।'


সালাউদ্দিনের বিরুদ্ধে নানান অভিযোগের মাঝে একটি হচ্ছে 'স্বজনপ্রীতি', তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি, 'দলের ভালোর জন্য যেটা ভালো হয়, সামান্য কিছুও যদি পরিবর্তন করা যায়, চেষ্টা করব। আমাদের তো লাক্সারি করারও কিছু নেই। দল তো নিয়মিত হারছেই। এর মধ্যে ফেভারিটিজম করে আমি কী লাভটা পাব বলেন? এমন তো না দল প্রতিদিন জিতছে, ঠিক আছে একটাকে খেলিয়ে দিলাম। নিজেরাই তো ভালো খেলছি না। আমি তো চাইব দল ভালো করুক। আপনাদের বোঝা উচিৎ কাকে নিয়ে কীভাবে লেখা উচিৎ।'
 

]]>
সম্পূর্ণ পড়ুন