টিনের বেড়ায় ছিল বিদ্যুৎ, স্পর্শ করতেই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

৩ সপ্তাহ আগে
শরীয়তপুরের ডামুড্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল বাদশা (৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার খায়রুন নেসা মুজিব নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জামাল বাদশা সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের শুবচনী এলাকার বাসিন্দা। সে ওই মাদ্রাসার নূরানী শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

আরও পড়ুন: শরীয়তপুরে খেলতে গিয়ে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

 

পুলিশ জানায়, জামাল বাদশা মাদ্রাসার আবাসিক ছাত্র। প্রতিদিনের মতো পাঠ শেষে শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার সময় সে টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানায় পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন