‘টিকটিক ভিডিও’ বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোরী, বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

১ দিন আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও এক নারী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের ছোটো বিনাইরচর এলাকায় স্থানীয় শফি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বিকেলে ৩ তলা ভবনের দ্বিতীয় তলার ভাড়াটে আক্কাছ আলীর নাতনী সুরভী (১৬) টিকটক ভিডিও বানাতে ছাদে যায়। এ সময় বাড়ির ছাদ ঘেঁষে টানানো বিদ্যুতের তারে সুরভীর কপালে স্পর্শ হলে সে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়। সুরভীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার মা রোজিনা বেগম (৩৫) ও দাদি মাসুদা বেগম। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তিনজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় দগ্ধ সুরভীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।


আরও পড়ুন: শ্রেণিকক্ষে টিকটক, তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার


এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন সময় সংবাদকে বলেন, ‘সুরভী নামে মেয়েটি বাড়ির ছাদে ছিল। অসাবধানতা বশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাচাতে গিয়ে মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এখানে বিদ্যুৎ বিভাগের গাফিলতি রয়েছে। বিদ্যুতের ৪৪০ ভোল্টের তারটি খুব নিচু করে বিপজ্জনকভাবে ওই বাড়ির ছাদ ঘেঁষে লাগানো হয়েছে। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’


তিনি আরও বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার দগ্ধ মেয়ে সুরভীকে গুরুতর অবস্থায় ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে মেয়েটির চিকিৎসা চলছে।’


তবে সুরভী বাড়ির ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়েছিল কিনা সে বিষয়টি জানা নেই বলে জানান আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

]]>
সম্পূর্ণ পড়ুন