মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানায়।
গ্রেফতার যুবলীগ সদস্যের নাম মো. আলম মিয়া। তিনি নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য এবং গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: কুড়িগ্রাম সীমান্তে কৃষকদের মারধরের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ
পুলিশ জানায়, মো. আলম মিয়া তার টিকটক আইডিতে গত তিন থেকে চার দিন আগে একটি ভিডিও পোস্ট করেন, যাতে জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে এবং ড. মুহাম্মদ ইউনূস ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কটুক্তি ও উস্কানি দেয়া হয়। এ ঘটনায় নাগেশ্বরী থানা পুলিশ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিআইও মো. আলমগীর হোসেন জানান, আলম মিয়া দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়েছিল। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং বর্তমানে তিনি জেলহাজতে আছেন।
]]>