টিকটক তারকাদের উপহার দিতে ৩৬ লাখ টাকা চুরি, তরুণীর জেল

৪ সপ্তাহ আগে
ঘটনাটি সিঙ্গাপুরের। পছন্দের টিকটক তারকাদের উপহার দেয়ার জন্য নিজ কর্মস্থল থেকে প্রায় ১ লাখ ২৬ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ টাকা) চুরি করেন অফিস সহকারী হিসেবে কাজ করা এক তরুণী। এক পর্যায়ে তিনি ধরা পড়েন এবং তাকে বিচারের আওতায় আনা হয়। বিচারে তাকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সিঙ্গাপুর-ভিত্তিক সংবাদমাধ্যম লিয়ানহে জাওবাও-এর প্রতিবেদন মতে, চুরির ঘটনায় আটক অফিস সহকারী তরুণী ঝোউ ইউ এনের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়। গত বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন।

 

আদালতের নথি অনুসারে, মালয়েশীয় নাগরিক ঝোউ (২০) সিঙ্গাপুরের জিনলিক্সিং হার্ডওয়্যার অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। 

 

তার মাসিক বেতন ছিল ২ হাজার ৩০০ সিঙ্গাপুর ডলার (৭ হাজার ৬০০ রিঙ্গিত)। গ্রাহকদের কাছ থেকে পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র কেনার সময় নগদ অর্থ প্রদানের বিষয়টি তিনি দেখভাল করতেন।

 

আরও পড়ুন: কুয়েতে বাংলাদেশি আম-কাঁঠালের ঘ্রাণ

 

তার কাজ অফিসের সামনের কাউন্টারে নগদ অর্থ পরিচালনা করা, যেখানে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ বিক্রি করা গ্রাহকদের ওজনের ভিত্তিতে টাকা দেয়া হতো। কিন্তু এত পাওয়ার পরও চুরিতে জড়িয়ে পড়েন তরুণী ঝৌউ। 

 

২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৯ জানুয়ারি কোম্পানির পরিচালক যখন বিদেশে ছিলেন ঝোউ তখন ৪২বার কোম্পানির ক্যাশ থেকে মোট ৩৮ হাজার ৩১৫ সিঙ্গাপুর ডলার (১ লাখ ২৬ হাজার রিঙ্গিত) চুরি করেন। এবং এই চুরির বিষয়টি ঢাকতে তিনি ভুয়া এন্ট্রিসহ নকল রসিদ তৈরি করেন এবং স্বাক্ষর জাল করেন।

 

বিদেশ থেকে ফিরে আসার পর কোম্পানির পরিচালক হিসাবের গড়মিল লক্ষ্য করেন এবং পরদিন ঝোউকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি প্রথমে জানান, তিনি তার বাবার ঋণ পরিশোধের জন্য টাকা নিয়েছিলেন। 

 

আরও পড়ুন: বিশ্ব মানচিত্রে মালয়েশিয়ার প্রযুক্তি, নেপথ্যে বাংলাদেশি নাসিম মিয়া

 

তবে পরে স্বীকার করেন যে, চুরির অর্থ আসলে তিনি তার প্রিয় চীনা টিকটক তারকাদের ভার্চুয়াল উপহার পাঠানোর জন্য ব্যবহার করেছিলেন। এরপর কোম্পানি থানায় অভিযোগ দায়ের করে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন