অর্থাৎ বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে হাজারের ঘর স্পর্শ করলেন তানজিদ তামিম। শুক্রবার (৩১ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তার লেগেছে ৪২ ইনিংস। এর আগে ৪৫ ইনিংসে হাজারের ঘরে প্রবেশ করে রেকর্ডটি দখলে নিয়েছিলেন তাওহীদ হৃদয়।
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে মাইলফলক স্পর্শ করতে তানজিদ তামিমের প্রয়োজন ছিল ৩৩ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ বলে ৬২ রানে অপরাজিত রয়েছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৪ রান।
আরও পড়ুন: হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
লাল সবুজ জার্সিতে ২০২৪ সালের মে মাসে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল তানজিদ তামিমের। একই মাঠেই এবার তিনি হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। সব মিলিয়ে এ সংস্করণে ৪২ ম্যাচ খেলে ১০টি ফিফটি হাঁকিয়েছেন ২৫ বছর বয়সী এ ব্যাটার। তবে পাননি সেঞ্চুরির দেখা। আজ অবশ্য সুযোগ রয়েছে সে ডেডলক ভাঙার। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ রানের ইনিংস ৭৩ রানের।
এদিকে হাজারের ঘরে পৌঁছাতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয়ের ৪৫, তামিম ইকবালের ৪৯, সাকিব আল হাসানের ৫০, লিটন কুমার দাসের ৫১, সৌম্য সরকারের ৫৪, আফিফ হোসেনের ৫৫, মুশফিকুর রহিমের ৫৯ আর মাহমুদউল্লাহ রিয়াদের ৬০ ইনিংস লেগেছিল।
আরও পড়ুন: আমিই দায়িত্ব পালন করতে পারিনি: তানজিদ তামিম
এ সংস্করণে এখন পর্যন্ত বাংলাদেশের মাত্র তিন ব্যাটার দুই হাজারের ঘরে প্রবেশ করতে পেরেছেন। লিটন দাস ও সাকিব আল হাসান অবশ্য আড়াই হাজারের ক্লাবে রয়েছেন। মাহমুদউল্লাহ অবসরের আগে ২৪৪৪ রান করেছিলেন।
বাংলাদেশের হয়ে ৪২ ইনিংস খেলে তানজিদ তামিম দ্রততম হাজার রানের রেকর্ড গড়লেও বিশ্ব ক্রিকেটে মাত্র ২৪ ইনিংস খেলে রেকর্ড দখলে রেখেছেন ইংল্যান্ডের দাভিদ মালান ও চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজির।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·