আন্তর্জাতিক ক্রিকেটে সাদমান পা রাখেন ২০১৮ সালে। এখন পর্যন্ত ২৪টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৯৪টি। জাতীয় দলের হয়ে এখনো ওয়ানডে খেলেননি, তবে ৫০ ওভারের লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৯১টি। টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ২০টি।
আরও পড়ুন: রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর কারণ ব্যাখ্যা করলেন ভারতের নির্বাচক
এবারের এনসিএলে দারুণ ছন্দে আছেন সাদমান ইসলাম। গত মঙ্গলবার সিলেট বিভাগের বিপক্ষে ৩২ বলে করেছিলেন ৪৯ রান। আর আজ তো সেঞ্চুরিই করে বসলেন। ১৯তম ওভারের দ্বিতীয় বলে রুয়েল মিয়ার বল স্কয়ার লেগে ঠেলে দুই রান নিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান বাঁহাতি এই ব্যাটার।
সেঞ্চুরির পর সাদমানের ইনিংসটি অবশ্য খুব একটা লম্বা হয়নি। ৬১ বলে ১০১ রান করে ইফতিখার হোসেনের বলে শেখ অন্তরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৪টি ছক্কা ও ১১টি চারে সাজানো ছিল তার ইনিংসটি।
আরও পড়ুন: মার্শের ঝোড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
সাদমানের সেঞ্চুরির ম্যাচে ঢাকা মহানগর জিতেছে ৯৬ রানের বড় ব্যবধানে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান করে ঢাকা বিভাগ। লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় বরিশাল বিভাগ।
৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে ঢাকা মহানগর। ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া বরিশাল আছে টেবিলের একেবারে তলানীতে। ঢাকা বিভাগ ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং চট্টগ্রাম ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।
]]>