টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে টাইগার ব্যাটার-বোলারদের অবনতি

৩ দিন আগে
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আগের হালনাগাদে সুখবর পেয়েছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। তবে নতুন হালনাগাদে অবনতি হলো তার। একইসঙ্গে অবনতি হয়েছে শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম ও লিটন দাসেরও।

বুধবার (৩০ জুলাই) টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। যেখানে অবনতি হয়েছে বাংলাদেশের বোলার ও ব্যাটারদের।

 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে উঠেছিলেন মোস্তাফিজ। কিন্তু শেষ ম্যাচে না খেলায় আবারও সেরা দশের বাইরে চলে গেছেন তিনি। তিন ধাপ পিছিয়ে ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন এ বাঁহাতি পেসার।

 

এদিকে এক ধাপ করে পিছিয়েছেন স্পিনার শেখ মেহেদী, দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। নতুন হালনাগাদে শেখ মেহেদী ১৭, তাসকিন ২৮ এবং তানজিম সাকিব ৩৮ নম্বরে অবস্থান করছেন। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে না খেললেও আগের মতোই ২০ নম্বরেই আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।

 

আরও পড়ুন: ক্রিকেটারদের আচরণবিধি শেখাবে বিসিবি

 

ব্যাটারদের মধ্যে অবনতি হয়েছে তানজিদ হাসান তামিম, লিটন দাস, জাকের আলীর ও পারভেজ হোসেন ইমনের। বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন তাওহীদ হৃদয়। ৫৪৫ রেটিং পয়েন্ট নিয়ে ৩৯ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সে ১৮ ধাপ এগিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে শেষ টি-টোয়েন্টিতে জ্বলে উঠতে না পারায় ৫ ধাপ পিছিয়ে গেছেন বাঁহাতি এই ওপেনার। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে আছেন।

 

একধাপ পিছিয়ে ৪৬তম স্থানে নেমেছেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। ৬ ধাপ ছিয়ে জাকের আলী নেমে গেছেন ৫৯তম স্থানে। আর তিন ধাপ পিছিয়ে ৬৬তম স্থানে অবস্থান করছেন পারভেজ ইমন। ট্রাভিস হেডকে পেছনে ফেলে ব্যাটারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের অভিষেক শর্মা। হেডের চেয়ে ১৫ রেটিং পয়েন্ট এগিয়ে আছেন তরুণ এ ওপেনার।

 

আরও পড়ুন: এবার ভারত-পাকিস্তানের ম্যাচ থেকে সরে দাঁড়াল স্পন্সর কোম্পানি

 

এদিকে টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন জো রুট। ছন্দে ফেরায় সেরা দশে জায়গা করে নিয়েছেন বেন ডাকেট। ৫ ধাপ এগিয়ে ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। বোলারদের তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। 

]]>
সম্পূর্ণ পড়ুন