টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আমিরাত, চূড়ান্ত হলো ২০ দল

১ সপ্তাহে আগে
শেষ দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল সংযুক্ত আরব আমিরাত। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে জাপানকে ৮ উইকেট হারিয়ে শেষ দল হিসেবে টিকিট কেটেছে আরব আমিরাত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল আমেরাতে অনুষ্ঠিত একপেশে ম্যাচে টস হেরে আগে ব্যাট করে পুরো ওভার খেলে ৯ উইকেটে ১১৬ রান করে জাপান। জবাবে মাত্র ১২.১ ওভারে ২ উইকেটে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে আরব আমিরাত।


এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরব আমিরাত। এর আগে এখান থেকে টিকিট কেটেছে নেপাল ও ওমান।


বাছাইয়ের সুপার সিক্স পর্বে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আরব আমিরাত। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নেপাল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ওমান।


আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটলো নেপাল ও ওমান, বাকি রইলো এক 
 

The 20 teams at next year's men's T20 World Cup:

🇮🇳 India
🇱🇰 Sri Lanka
🇦🇫 Afghanistan
🇦🇺 Australia
🇧🇩 Bangladesh
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 England
🇿🇦 South Africa
🇺🇸 USA
🏝️ West Indies
☘️ Ireland
🇳🇿 New Zealand
🇵🇰 Pakistan
🇨🇦 Canada
🇮🇹 Italy
🇳🇱 Netherlands
🇳🇦 Namibia
🇿🇼 Zimbabwe
🇳🇵 Nepal
🇴🇲 Oman
🇦🇪… pic.twitter.com/Mmar8uXKKx

— ESPNcricinfo (@ESPNcricinfo) October 16, 2025



এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আরব আমিরাত। এর আগে তারা খেলেছিল ২০১৪ ও ২০২২ সালের আসরে।


আরব আমিরাতের সঙ্গে ২০২৪ বিশ্বকাপের শীর্ষ ৭ দল—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পেয়েছে।


অন্যদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে টিকিট পেয়েছে তিন দল—নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। বাকি জায়গা পূরণ করতে বাছাইপর্ব থেকে সুযোগ পেয়েছে আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং এশিয়া-প্যাসিফিক থেকে নেপাল, ওমান ও আরব আমিরাত।

]]>
সম্পূর্ণ পড়ুন