টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ করলো ক্রিকইনফো

৩ সপ্তাহ আগে
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, শেষ হবে ৮ মার্চ। এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা। সে আসরে অংশ নেবে ২০টি দল। ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে খেলা হওয়ার কথা রয়েছে। তবে ফাইনাল ম্যাচ কোথায় হবে, তা নির্ভর করবে পাকিস্তানের ফাইনালে যাওয়া না যাওয়ার ওপর ভিত্তি করে। 

 

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি পেসার

 

পাকিস্তান যদি ফাইনালে উঠে, তাহলে সে ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে। কারণ আগামী ৩ বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। আর পাকিস্তান যদি আগেই বিদায় নেয় তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।   

 

তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি বিশ্বকাপের সূচি। কিন্তু ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলোকে বিশ্বকাপের উইন্ডো জানিয়ে দেয়া হয়েছে। ক্রিকইনফোর খবরে এমনটাই বলা হয়েছে। 

 

আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বর্জন না করার কারণ ব্যাখ্যা করল বিসিসিআই

 

চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ২০টি দল। প্রতি গ্রুপ থেকে ২টি দল খেলবে সুপার এইটে। এরপর সেখানে তারা একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেখানে ৮ দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। সেখান থেকে দুটি করে দল অংশ নেবে সেমি-ফাইনালে। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

 

ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি- এই ১৫ দল ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন