শুরুতে লম্বা সময়ের জন্য বোর্ডে থাকার পরিকল্পনা নেই বলে জানালেও, সিদ্ধান্ত পরিবর্তন করেছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়বেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির পরিচালক পদে নির্বাচনের সিদ্ধান্তের কথা জানান। আগামী ৪ অক্টোবর হতে পারে এই নির্বাচন।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে (বিসিবি) সভাপতি ইলেকশন হয় না, ডিরেক্টর ইলেকশন হয়। সেটাই প্রথম লক্ষ্য, সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার।'
আরও পড়ুন: বিসিবি পরিচালক পদে নির্বাচন করবো: বুলবুল
হঠাৎ সিদ্ধান্ত বদলে নির্বাচনে অংশ নেয়ার কারণও ব্যাখ্যা করেছেন বুলবুল, 'আমি বলেছিলাম কুইক ইনিংস খেলার কথা, কিন্তু সেই কুইক ইনিংস শেষ হয় নাই, তাই টি-টোয়েন্টি থেকে ফিফটি ফিফটিতে যাওয়ার মনস্থির করেছি। তার চেয়ে বড় কথা যেহেতু আমাদের অনেক সম্ভাবনা আছে, তাই নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।'
বিসিবির নির্বাচন করতে পারেন আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি নির্বাচন করলে সভাপতি হওয়ার লক্ষ্যেই করবেন এবং ঢাকার অনেকগুলো ক্লাব তাকে সমর্থনও দিচ্ছে–এমন গুঞ্জন আছে দেশের ক্রিকেটাঙ্গনে। তামিমের সঙ্গে সম্ভাব্য লড়াইয়ের ব্যাপারেও প্রশ্ন করা হয়েছিল বুলবুলকে।
তামিমের নির্বাচন করা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, 'আমার সাথে কথা হয়নি। আমার সবার প্রতি শ্রদ্ধা থাকবে, সহযোগীতা থাকবে, আমরা সবাই এখানে এসেছি ক্রিকেটের কাজে। ক্রিকেটকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো।'