টি-টেনের এনওসি পেলেও তিন ম্যাচ খেলেই ফিরতে হবে সাইফকে

২ সপ্তাহ আগে
আবুধাবি টি-টেন লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্র (এনওসি) পেয়েছেন সাইফ হাসান। তবে পুরো আসর খেলার সুযোগ পাচ্ছেন না তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজ শুরুর আগ পর্যন্ত তাকে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। আবুধাবি টি-টেন লিগের আসর শুরু হবে আগামী ১৮ নভেম্বর। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর। সাইফ এনওসি পেয়েছেন ২৩ নভেম্বর পর্যন্ত। ফলে এস্পিন স্ট্যালিয়ন্সের হয়ে তিন ম্যাচে খেলার সুযোগ পাবেন সাইফ।

 

আবুধাবি টি-টেন লিগের ফাইনাল হবে আগামী ৩০ নভেম্বর। ফলে আয়ারল্যান্ড সিরিজ শেষে আর খেলার সুযোগ থাকছে না তার।

 

আরও পড়ুন: অযথা বল ছুড়ে মারায় শাস্তি পেলেন নাহিদ রানা

 

আবুধাবির এ ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানাও। তাকে দলে ভিড়িয়েছে ভিস্তা রাইডার্স। তবে আসরটিতে খেলতে পারছেন না তিনি। বর্তমানে ব্যস্ত আছেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। সাদা পোশাকের এ সিরিজ শেষে তাকে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে বলা হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

 

এদিকে এবারের টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

]]>
সম্পূর্ণ পড়ুন