বুধবার (১৯ নভেম্বর) শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এস্পিন-নর্দান। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে নর্দান। ৭ বলে ৮ রান করে হযরতউল্লাহ জাজাই আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন জনসন চার্লস ও কলিন মুনরো। ৩৪ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে ৫৫ রান করেন চার্লস। ২১ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ৩৮ রান করেন মুনরো। এস্পিনের পক্ষে ২ ওভার বল করে ১৫ রান খরচায় একমাত্র উইকেটটি তুলে নেন টাইমল মিলস। সাইফ ১ ওভার বল করে ১৭ রান খরচ করেন।
আরও পড়ুন: মুশফিকের এক রানের অপেক্ষা নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫ রানেই প্রথম উইকেট হারায় এস্পিন। ৬ বলে ১৩ রান করা আন্দ্রে ফ্লেচারকে বোল্ড করে দেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে আভিস্কা ফার্নান্দোর উইকেটও নিয়েছেন এ টাইগার পেসার। তাসকিনের স্লোয়ার ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন আভিস্কা ২০ বলে ৩৩ রান করা আভিস্কা। এর মাঝে আরও ২ উইকেট হারায় এস্পিন ।১১ বলে ২৯ রানের ইনিংস খেলে ফেরেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। আর লিয়াস ডু প্লয় ৫ বলে ৫ রান করে আউট হন।
শেষ ওভারে এস্পিনের সামনে ৭ রানের সমীকরণ ছিল। ক্রিজে ছিলেন সাইফ। প্রথম বলে একটি সিঙ্গেল নেয়ার পর দ্বিতীয় বলে তাকে স্ট্রাইক দেন স্যাম বিলিংস। তৃতীয় বলে ছক্কা উদ্দেশে তুলে মেরেছিলেন সাইফ। তবে মুনরোর হাতে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। ১১ বলে ১ ছক্কায় থামে তার ১৫ রানের ইনিংস। বাকিরাও আর দলকে জেতাতে পারেননি। তাতে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাইফের দল।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ, একই গ্রুপে বাংলাদেশ-ভারত
নর্দানের হয়ে ২১ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন। দাহানি মাত্র ১০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·