শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত ড্রাফট থেকে দল পেয়েছেন এ দুই টাইগার ক্রিকেটার।
ড্রাফটের কয়েকদিন আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে টেনেছে রয়্যাল চ্যাম্পস। অভিজ্ঞ এ তারকার সঙ্গে টি-টেন লিগের আগামী আসর মাতাবেন সাইফ ও নাহিদ।
আরও পড়ুন: বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট রিশাদের
সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন সাইফ । তার ছক্কা হাঁকানোর সক্ষমতায় মুগ্ধ হয়েছে সবাই। ম্যাচগুলো খেলেছেন আবার সংযুক্ত আরব আমিরাতের মাঠেই। তাই দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগেরও নজরে এসেছেন তিনি। ড্রাফট থেকে তাকে দলে ভেড়ালো অ্যাসপিন স্ট্যালিয়ন্স।
অন্যদিকে জাতীয় দলে বর্তমানে কিছুটা অনিয়মিত হলেও গতির ঝলকে আগেই ক্রিকেট বিশ্বের নজরে এসেছিলেন নাহিদ। দেশি ফ্র্যাঞ্চাইজির বাইরে তার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার অভিজ্ঞতা আছে। তাকে দলে নিলো ভিস্তা রাইডার্স।
আরও পড়ুন: আগামী বছর চালু হচ্ছে ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট-টোয়েন্টি
আগামী ১৮ নভেম্বর পর্দা উঠবে টি-টেন লিগের আসন্ন আসরের। তিন টাইগার ক্রিকেটার যেখানে তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন। টুর্নামেন্টের নবম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স ও রয়্যাল চ্যাম্পস। তাদের সঙ্গে যোগ দিয়েছে আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে খেলা ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারির্সও থাকছে টুর্নামেন্টে।

৪ সপ্তাহ আগে
১২








Bengali (BD) ·
English (US) ·