টার্নবেরিতে কঠোর নিরাপত্তা মধ্যে গল্ফ খেললেন ট্রাম্প

১ দিন আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডে চার দিনের ব্যক্তিগত সফরকে কেন্দ্র করে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ করে টার্নবেরিতে ট্রাম্পের গল্ফ খেলাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছান এবং সাউথ আয়ারশায়ারে তার বিলাসবহুল গল্ফ রিসোর্ট, ট্রাম্প টার্নবেরিতে অবস্থান করেন।

 

রিসোর্টে প্রথম সকালে ১০:০০ টার দিকে সাদা ইউএসএ লেখা ক্যাপ পরে তার দ্বিতীয় ছেলে এরিককে সাথে নিয়ে তিনি গলফ খেলার জন্য বেরিয়ে পড়েন।

 

আরও পড়ুন:মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রধানের সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়


ট্রাম্প এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সাথে দেখা করার কথা রয়েছে।

 

ট্রাম্প বলেছেন স্কটল্যান্ডে এসে দারুন লাগছে এবং উভয় সরকারের নেতাদের তিনি প্রশংসা করেছেন।


তবে ট্রাম্পের এই সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অ্যাবারডিন এবং এডিনবার্গ উভয় স্থানেই কয়েকশ বিক্ষোভকারী জড়ো হন। এ সময় সেখানে অনেকেই ট্রাম্পের সফরের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড বহন করছিলেন।

 

শুক্রবার রাত ৮:৩০টার ঠিক আগে প্রেস্টউইকে এয়ার ফোর্স ওয়ানের অবতরণ দেখার জন্য জড়ো হয়েছিলেন সাংবাদিক, আলোকচিত্রী এবং বিমান পর্যবেক্ষকসহ অনেকে।


এ সময় ট্রাম্পকে স্বাগত জানান স্কটিশ সচিব ইয়ান মারে এবং যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ওয়ারেন স্টিফেন্স।


দুই ডজনেরও বেশি যানবাহনের একটি মোটর শোভাযাত্রা ট্রাম্পকে টার্নবেরি পর্যন্ত নিয়ে যাওয়ার আগে প্রেসিডেন্ট সাংবাদিকদের সাথে কথা বলেন।


পুলিশ ও সামরিক কর্মীরা রিসোর্টের চারপাশে তল্লাশি চালানোর সময় এলাকার বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়।


হোটেলের বাইরে একটি নিরাপত্তা চৌকি স্থাপন করা হয় এবং পথের চারপাশে একটি বড় বেড়া তৈরি করা হয়। 

 

ট্রাম্প তার ছেলে এরিক, মার্কিন রাষ্ট্রদূত ওয়ারেন স্টিফেন্স এবং তার ছেলের সাথে গলফ খেলেন। টার্নবেরিতে গলফ খেলার সময় ক্যামেরার দিকে হাত নাড়ান ট্রাম্প। তাদের সফরসঙ্গীর সাথে ১৫টি গলফ বগি ছিল।

 

 এ সময় গল্ফ কোর্সের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে  ড্রোন এবং হেলিকপ্টারগুলো মাথার উপর ঘুরছিল। 

 

এদিকে, সোমবার ট্রাম্পের সুইনির সাথে দেখা করার কথা রয়েছে, একই দিনে তিনি স্টারমারের সাথেও দেখা করবেন।

 

আরও পড়ুন:ট্রাম্পের প্রশংসার পর জান্তার মিত্রদের ওপর থেকে উঠে গেল নিষেধাজ্ঞা

 

রোববার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন ট্রাম্পের সাথে দেখা করে আটলান্টিক বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।

 

সূত্র: বিবিসি

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন