টানা ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মুম্বাই

৩ সপ্তাহ আগে
এবারের আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে কেবল একটি জয়ের দেখা পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এরপরই ঘুরে দাঁড়াতে শুরু করে হার্দিক পান্ডিয়ার দল। টানা ৬ জয়ে এবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মুম্বাই।

বৃহস্পতিবার (১ মে) আইপিএলে নিজেদের ১১তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১০০ রানে হারিয়েছে মুম্বাই। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ২ উইকেটে ২১৭ রান করে মুম্বাই। জবাব দিতে নেমে ১৬ ওভার ১ বলে ১১৭ রান করে অলআউট হয়েছে রাজস্থান। 

 

রান তাড়ায় প্রথম ওভারেই বড় ধাক্কা খায় রাজস্থান। গত ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করা বৈভব সূর্যবংশী আউট হয়েছেন কোনো রান না করেই। দ্বিতীয় ওভারে ফেরেন আরেক ওপেনার জসস্বী জয়সওয়াল।

 

২৮ রানে ২ ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে ২৩ রানের জুটি গড়েন নিতীশ রানা এবং রায়ান পরাগ। চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ৪১ রানে আউট হন রানা।

 

পঞ্চম ওভারে এসে মুম্বাইয়ের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন জাসপ্রীত বুমরাহ। পরপর দুই বলে রায়ান পরাগ এবং শিমরন হেটমায়ারকে ফেরান এই পেসার। ৪৭ রানে ৫ উইকেট হারায় রাজস্থান।

 

হার অনেকটা নিশ্চিত জেনে পাল্টা আক্রমণ শুরু করেন শুভাম দুবে। তবে বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি। ৯ বলে ১৫ রান করে অষ্টম ওভারে হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ফেরেন তিনি। নবম ওভারে শেষ স্বীকৃত ব্যাটার ধ্রুব জুরেল ফিরলে জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মুম্বাইয়ের জন্য।

 

শেষদিকে জফরা আর্চার ২৭ বলে ৩০ রান করে হারের ব্যবধান কমিয়েছেন।

 

আরও পড়ুন: ধুলো ঝড়ের কারণে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ল রিশাদের দল

 

মুম্বাইয়ের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট এবং কারান শর্মা। দুই উইকেট নিয়েছেন বুমরাহ।

 

এর আগে ব্যাটিংয়ে মুম্বাইকে বড় সংগ্রহের ভিত এনে দেন দলটির দুই ওপেনার রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। দুজনে মিলে যোগ করেন ১১৬ রান।

 

দ্বাদশ ওভারে মহেশ থিকশানার বলে বোল্ড হওয়ার আগে ৩৮ বলে ৬১ রান করেন রিকেলটন। ৩৬ বলে ৫৩ রান করে পরের ওভারেই ফেরেন রোহিত।

 

দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। দুজনে মিলে ৪৪ বলে ৯৪ রানের জুটি গড়েন। আর তাতে ২১৭ রানের বড় সংগ্রহ পায় মুম্বাই। হার্দিক এবং সূর্য দুজনেই ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন