বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে জেলা শহরের অধিকাংশ সড়কে হাঁটুপানি জমে যায়।
জেলা শহরের পূর্বপাড়া, মধ্যপাড়া, স্কুললেন, মাস্টারপাড়া, ভিএইডরোড, কাচারীবাজার, স্টেশন রোডসহ বেশকিছু সড়ক পানির নিচে ডুবে গেছে। এতে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী।
এ ছাড়া শহরের স্টেশন রোড, কাচারী বাজার ও মধ্যপাড়া এলাকার সড়কে হাঁটুপানি জমে দুপাশের দোকানে পানি ঢোকায় বন্ধ রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। পৌর এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতে পানি নিষ্কাশন না হওয়ায় দীর্ঘদিন থেকে পৌরবাসীরা এমন ভোগান্তি পোহাচ্ছেন বলে জানান ব্যবসায়ী ও স্থানীয়রা।
আরও পড়ুন: ৪ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা
ভি-এইট রোডের বাসিন্দা সোহেল মিয়া জানান, অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় সামান্য বৃষ্টিতে এসব সড়ক পানির নিচে ডুবে যাচ্ছে। অনিরাপদ জেনেও বাধ্য হয়ে এসব সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
শহরের মধ্যপাড়ার বাসিন্দা জুলহাস হাসান জানান, জেলা শহর ও প্রথম শ্রেণির একটি পৌরসভার এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় জনসাধারণের এমন ভোগান্তি হচ্ছে।