টানা পাঁচ ড্রয়ের পর এবার হেরেই গেলো জুভেন্টাস

৪ সপ্তাহ আগে
মৌসুমের শুরুটা করেছিল দারুণ, তবে এরপরই যেনো পথ হারিয়ে বসে জুভেন্টাস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে ড্র করে সেরি আর রেকর্ড চ্যাম্পিয়নরা। এবার ঘরোয়া লিগে তারা হেরে গেছে কোমোর কাছে।

রোববার (১৯ অক্টোবর) সেরি আর ম্যাচে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। দুই অর্ধে দুটি গোল হজম করেছে তারা। ম্যাচের চতুর্থ মিনিটে মার্ক-অভিভারের গোলে এগিয়ে যায় কোমো। এরপর ম্যাচের ৭৯তম মিনিটে নিজেদের সীমানা থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে অনেকটা এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন নিকো পাজ। 

 

আরও পড়ুন: মেসির এই সতীর্থ পারবেন আর্জেন্টিনার ১৮ বছরের খরা দূর করতে?

 

সেরি আর চলতি মৌসুমে সাত ম্যাচে ৯ গোল করেছে কোমো। তার মধ্যে ৮ গোলেই জড়িয়ে আছে নিকো পাজের নাম। আসরে যৌথভাবে সর্বোচ্চ চারটি গোল ও সর্বোচ্চ চারটি অ্যাসিস্ট করেছেন ২১ বছর বয়সি এই আর্জেন্টাইন মিডফিল্ডার। 

 

৭ ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে কোমো। সমান পয়েন্ট নিয়ে ৬ নম্বরে নেমে গেছে জুভেন্টাস। 

 

আরও পড়ুন: লাল কার্ড দেখার পর নিজেকে নির্দোষ দাবি করলেন বার্সা কোচ

 

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নেমে আসরের প্রথম তিন রাউন্ডেই জয় পায় জুভেন্টাস। এরপরই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে ক্লাবটির পথ হারানোর শুরু। ড্র করতে করতে আজ কোমোর কাছে হেরেই গেলো তারা।   

 

গত সেপ্টেম্বরে ইউরোপ সেরার মঞ্চে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে জুভেন্টাস। পরে ঘরোয়া লিগে ফিরে হেল্লাস ভেরোনা ও আতালান্তার সঙ্গে ১-১ গোলে ড্র করে তুরিনের দলটি। সেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে ভিয়ারিয়ালের মাঠে ২-২ ড্র করে তারা। এরপর আবার সেরি আয় ফিরে এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করে।

]]>
সম্পূর্ণ পড়ুন