টানা দ্বিতীয়বার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল আর্জেন্টিনা

২ সপ্তাহ আগে
২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই উড়ছে আর্জেন্টিনা। ধারাবাহিক পারফরম্যান্স করে র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান নিজেদের করে রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা দ্বিতীয়বার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছে আলবিসেলেস্তিরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বছরের শেষবারের মতো র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। তাতে শীর্ষস্থানে বহাল তবিয়তে আছে লিওনেল মেসির দল।

 

গত নভেম্বরে ফিফা র‍্যাঙ্কিং প্রকাশিত হওয়ার পর এখন পর্যন্ত ২১টি আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছে। তাতে অবশ্য র‍্যাঙ্কিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি। শীর্ষ দশে থাকা সবগুলো দলই আগের জায়গায় আছে। তবে প্রথম তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়।

 

১৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেসির আর্জেন্টিনা। দুইয়ে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮৫৯.৭৮ আর ১৮৫৩.২৭ পয়েন্ট নিয়ে তিনে ইউরোজয়ী স্পেন। ১৮১৩.৮১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া ব্রাজিল ১৭৭৫.৮৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই আছে। শীর্ষ দশের বাকি দলগুলো হলো (পর্যায়ক্রমে)- পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।  

 

বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। ৮৯৮.৮১ পয়েন্ট নিয়ে আগের মতোই ১৮৫ নম্বরে আছে তারা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন