আল-আওয়ামির যোগ করা সময়ের গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে হেরেছে। এক ম্যাচ হাতে থাকলেও চার দলের মধ্যে ‘সি’ গ্রুপে তাদের স্থান হলো সবার শেষে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইয়েমেন, ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিয়েতনাম। বাকি দুই ম্যাচ থেকে ভিয়েতনাম যদি একটি পয়েন্টও আদায় করতে পারে, তবে বাংলাদেশের মূলপর্বে খেলার আশা শেষ হবে। ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।
ভিয়েতনামের পাশাপাশি সিঙ্গাপুরের মূলপর্বে খেলার আশা এখনও বেছে আছে। ভিয়েতনাম পরের দুই ম্যাচে জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সিঙ্গাপুর দুই ম্যাচে জিতলে সম্ভাবনা থাকবে গ্রুপ রানার্সআপ হওয়ার।
আরও পড়ুন: ডাগআউটে দাঁড়ানোর স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন জামাল
৪৪টি দলকে ১১টি গ্রুপে রেখে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু হয়েছিল। এখান থেকে মোট ১৫টি দল মূলপর্বের টিকিট পাবে, ১১ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নদের পাশাপাশি রানার্সআপদের মধ্যে থেকে সেরা ৪টি দল মূলপর্বে যাবে (পয়েন্টের হিসাবে, পয়েন্ট সমান হলে গোল ব্যবধান)।
আগামী বছর অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্ব বসবে সৌদি আরবে। ৭ জানুয়ারি থেকে খেলা শুরু হবে, ফাইনাল ২৫ জানুয়ারি। এতে মোট ১৬টি দল প্রতিযোগিতা করবে, সৌদি আরব সুযোগ পেয়েছে স্বাগতিক হিসেবে।