টানা দ্বিতীয় ম্যাচে ৩ গোল হজম করল লিভারপুল

১ দিন আগে
আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৩ গোল হজম করেছিল লিভারপুল। বিরতি থেকে ফিরেও একই ভাগ্য বরণ করতে হলো অলরেডদের। এবার ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩ গোল হজম করলো লিভারপুল। আগের ১১ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া নটিংহ্যাম এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে।

শনিবার (২২ নভেম্বর) অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ গোলে হেরেছে লিভারপুল। সফরকারীদের পক্ষে মুরিলো, নিকোলো সাভোনা এবং মর্গান গিবস-হোয়াইট গোল করেন।


এদিন পুরো ম্যাচে ১৩টি শট নিয়ে ৩টি গোল আদায় করে নিয়েছে নটিংহ্যাম। কিন্তু ২০টি শট নিয়েও একটি গোল করতে পারেনি লিভারপুল।


এটি লিগে সবশেষ সাত ম্যাচে অলরেডদের ষষ্ঠ হার। টানা পাঁচ ম্যাচ জিতে উড়ন্ত সূচনা পাওয়া বর্তমান লিগ চ্যাম্পিয়নরা১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নেমে গেছে।


আরও পড়ুন: বার্নলিকে অনায়াসে হারিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমালো চেলসি


বিপরীতে নটিংহ্যাম শেষ ২ ম্যাচে টানা জয় পাওয়ার পর ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে উঠেছে।


এদিন ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো নটিংহ্যামকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬) ব্যবধান দ্বিগুণ করেন সাভোনা। এরপর ৭৮ মিনিটে গিবস-হোয়াইটের গোলে বড় জয় নিশ্চিত হয় নটিংহ্যামের। 

]]>
সম্পূর্ণ পড়ুন