থাইল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপের মিশন শুরু করে ভারত। তাদেরকে ৬৫-২০ পয়েন্টে হারায় ভারতীয় মেয়েরা। এবার স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ভারত।
উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে।
আরও পড়ুন: ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ‘ক্ষুদে মেসি’ খ্যাত সোহানের সাক্ষাৎ
ভারতের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ১০ মিনিটের মধ্যে ব্যবধান করে ফেলে ১৬-৬ পয়েন্টে। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও ২৯-৮ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের মেয়েরা।
দ্বিতীয়ার্ধেও ভারতের সঙ্গে লড়াই করতে পারেনি বাংলাদেশ। এ অর্ধে ভারত তুলে নেয় ২৪ পয়েন্ট, বাংলাদেশ সেখানে তুলতে পারে মাত্র ১০ পয়েন্ট।
নিজেদের চতুর্থ ম্যাচে আগামী শনিবার (২২ নভেম্বর) থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত ম্যাচে হারের পর বৃষ্টি বিশ্বাস বললেন, থাইল্যান্ড ম্যাচের ভাবনায় ভারতের বিপক্ষে কৌশলী ছিলেন তারা।
আরও পড়ুন: জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বাংলাদেশ
‘ভারত অবশ্যই আমাদের থেকে ভালো দল। সত্যি কথা বলতে এই গ্রুপে আমাদের লক্ষ্য থাইল্যান্ডকে হারানো। ওদের হারাতে পারলে সেমি-ফাইনালে যাবো, আমাদের পদকও নিশ্চিত হবে। সে কারণে আজকের ম্যাচে আমরা কিছু খেলোয়াড় বাইরে রেখেছি, যেমন স্মৃতি আপু (স্মৃতি আক্তার)। আজকে আমরা আমাদের সেরাটাই খেলেছি। তবে কোনো চোট যেন না হয় সেদিকেও খেয়াল ছিল। যে কারণে খুব বেশি ঝুঁকি নেইনি।’
বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারার কারণটা জানালেন ভারত অধিনায়ক ঋতু নেগি। ঢাকা থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার আশাবাদও ব্যক্ত করলেন তিনি।
‘দেখুন, আমাদের খেলাটা অনেক ভালো হয়েছিল, আমরা ভারতে অনেক ক্যাম্প করি তাই বাংলাদেশেকে এতো বড় ব্যবধানে হারানোটা সহজ হয়েছে। আপনি যদি আমাদের প্রথম খেলা দেখে থাকেন সেখানে আমরা যে কৌশল ব্যবহার করেছিলাম, সেখান থেকে দেখবেন বাংলাদেশের বিপক্ষে ভিন্ন একটা কৌশল ছিল। কাপ জয়ের আশা নিয়েই আমরা এসেছি।’
]]>
১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·