ফ্লোরিডায় হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (২১ জুন) সকালে বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। প্রথম ম্যাচে তারা ‘অ্যামেচার দল’ নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করে। ক্লাব বিশ্বকাপের পুরোনো ও নতুন সংস্করণ মিলিয়ে এত বড় ব্যবধানে আগে জিততে পারেনি কোনো দল।
আরও পড়ুন: ১৯০৮ কোটি টাকায় উইর্টজকে কিনে লিভারপুলের ইতিহাস
আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষেও শুরুর দিকে এগিয়ে যায় বায়ার্ন। অষ্টাদশ মিনিটে কিংসলে কোমানের পাস পেয়ে গোলটি করেন হ্যারি কেইন। ৬৬তম মিনিটে সমতা টেনে অঘটনের সম্ভাবনা জাগান উরুগুয়ের ফরোয়ার্ড মিগেল মেরেন্তিয়েল।
ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে, আক্রমণেও আধিপত্য করে তেমন কিছু হতে দেয়নি বায়ার্ন। ৮৪তম মিনিটে কেইনের বাড়ানো বল ধরে ব্যবধান গড়ে দেন মাইকেল ওলিসে। প্রথম ম্যাচেও দুটি গোল করেছিলেন ফরাসি এই মিডফিল্ডার।
আরও পড়ুন: টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে রাতে মাঠে নামছে ইন্টার মিলান
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বেনফিকা, পরের ধাপে ওঠার জোরাল সম্ভাবনা আছে তাদের।
১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বোকা জুনিয়র্স। শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা আছে তাদেরও, তবে শেষ রাউন্ডে বড় জয়ের পাশাপাশি প্রার্থনা করতে হবে বায়ার্নের বিপক্ষে বেনফিকা যেন হারে।
]]>