সোমবার (৩ নভেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত অক্টোবর মাসে কমেছে দেশের রফতানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৪৩ শতাংশ। ২০২৪ সালের অক্টোবর মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪১৩ কোটি ৭ লাখ ডলার।
তৈরি পোশাক খাত
অক্টোবর মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০১ কোটি ৯৯ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩২৯ কোটি ৬৪ লাখ ডলার।
আরও পড়ুন: এলডিসি উত্তরণ / চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ!
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৬৫ কোটি ৭৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১০ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এছাড়া ১৩৬ কোটি ২১ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫ দশমিক ৩৩ শতাংশ।
ইপিবির তথ্যানুযায়ী, অক্টোবর মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে হোম টেক্সটাইল ও চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। অক্টোবর মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রফতানি আয় ১৩ দশমিক ৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ২৪ লাখ ডলারে।
এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১২ দশমিক ৭৬ শতাংশ। ২০২৫ সালের অক্টোবর মাসে রফতানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। তবে কৃষি পণ্যের রফতানি আয় ৯ দশমিক ৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ কোটি ২২ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ১১ কোটি ৩১ লাখ ডলার।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ১ হাজার ৬১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ২.২২ শতাংশ বেশি।
]]>
৩ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·