টাঙ্গাইলে ৭ বছরের শিশুকে চিপস খাইয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

২ দিন আগে
টাঙ্গাইলের মির্জাপুরে চিপস খাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

 

গ্রেফতার বাবুল মিয়া ওই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

 

আরও পড়ুন: বনশ্রীতে শিশু গৃহকর্মী ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার

 

ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটিকে একা পেয়ে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি দৌড়ে বাড়িতে চলে যায়। এরপর শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে পরিবার বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

 

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া জানান, মেয়েটি তার পরিবারকে জানায়। পরে থানায় মামলা দায়ের পর আসামি বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: পটুয়াখালীতে তরুণীকে গণধর্ষণ, আটক ২

 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, আসামি বাবুলকে বুধবার (১৪ মে) আদালতে পাঠানো হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন