টাঙ্গাইলে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১ দিন আগে
টাঙ্গাইলের ধনবাড়ীতে তরুণ প্রজন্মকে মাদক এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে স্পোর্টস লাভারস এসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির উদ্যোগে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন।


১৫ কিলোমিটার ম্যারাথনে ৩৫০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে শ্রেষ্ঠ ৫ জন রানারকে পুরস্কার দেয়া হয়৷ এ ছাড়াও বাচ্চাদের খেলাধুলা, রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


আরও পড়ুন: নরসিংদীতে শিশুদের ম্যারাথন, উল্লাসে মাতোয়ারা সবাই


ম্যারাথনে অংশগ্রহণকারীরা বলেন, আমরা দেশের বিভিন্ন স্থানে ম্যারাথনে অংশ নিয়ে থাকি। এবারো ধনবাড়ীতে অংশ নিয়েছি। আয়োজকরা সঠিকভাবে আয়োজন করেছেন। আগামীতেও এমন আয়োজন প্রত্যাশা তাদের।


স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সোলায়মান হোসেন জানান, তরুণ প্রজন্মকে মাদক এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন