টাঙ্গাইলে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২৫

৩ দিন আগে
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ বছর বয়সী রায়হান নামের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ধনবাড়ী উপজেলার বিলাশপুর, হারিনাতেলী ও নল্যা মাধববাড়ী এলাকায় এক পাগলা কুকুর হঠাৎ করে এলোমেলোভাবে মানুষকে কামড়াতে শুরু করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।


আহতদের মধ্যে ১০ জন শিশু, ১১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। বেশিরভাগ আহত ব্যক্তি ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং পরে বাড়ি ফিরে গেছেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যাদের কামড়ের পরিমাণ গুরুতর নয়, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত শিশু রায়হানকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।


আরও পড়ুন: পিরোজপুরে ৫ মাসে বিড়াল-কুকুরে কামড়ে আক্রান্ত ৭ হাজার, ভ্যাকসিন সংকটে দুর্ভোগ


এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত পাগলা কুকুরটি আটক ও প্রাণিসম্পদ দফতরের হস্তক্ষেপ কামনা করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন