টাঙ্গাইলে পাইপে ফাটল, সাড়ে ১২ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

৩ দিন আগে
টাঙ্গাইলের সদরে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১২ হাজার গ্রাহক ও ১৫ স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এ দিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছেন বলে জানা গেছে।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের ওপর বিদ্যুৎ খুঁটি ছিলো। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বর্তমানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।


আরও পড়ুন: মৌলভীবাজারে গ্যাসের পাইপ লিকেজ থেকে আগুন, ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে। তবে সংযোগ মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন