মঙ্গলবার (১ জুলাই) এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় কালিহাতীর শাজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
তিনি জানান, নকল সরবরাহের অভিযোগে মৃদুল হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত নির্দেশনা দেয়া হয়েছে।
ঘটনার পর আটককৃত ছাত্রদল নেতাকে পুলিশের গাড়িতে সামনের আসনে বসিয়ে নেওয়ায় উপজেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: দিনাজপুর শিক্ষাবোর্ড: ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৬ শিক্ষার্থী বহিষ্কার
এ বিষয়ে জানতে চাইলে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘নকলের দায়ে অভিযুক্ত হলেও তিনি একজন নাগরিক। তাকে গাড়ির সামনের আসনে বসিয়ে নেয়া আইনগতভাবে সমস্যা নয়। এতে আমার যদি সমস্যা না হয়, আপনার সমস্যা হওয়ার কথা না।’ এ বক্তব্য দেয়ার পর তিনি ফোন কেটে দেন।
শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, ‘কলেজের পক্ষ থেকে লিখিত নির্দেশনা পাওয়া গেছে। এসিল্যান্ড স্যার ও কলেজের সিনিয়র শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
]]>